হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে ছয় চোরাই ছাগলসহ শ্যালক-দুলাভাই আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছয়টি চোরাই ছাগলসহ শ্যালক-দুলাভাইকে আটক করেছে মির্জাগঞ্জ থানা-পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামের মো. মনির হোসেন (৩২) ও তাঁর শ্যালক মুন্সীগঞ্জের পঞ্চাশসাল গ্রামের মো. রাসেল হাওলাদার (৩০)।

আজ সোমবার মির্জাগঞ্জ থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনির হোসেন মজুমদার বলেন, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাজিতা গ্রামের মনির হাওলাদারের বাড়ি থেকে ছয়টি চোরাই ছাগল উদ্ধার করা হয়। এ সময় মনির হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যালক রাসেলসহ তাঁকে আটক করা হয়। উভয়েই দীর্ঘদিন ছাগল চুরির সঙ্গে জড়িত বলে তাঁরা জানান। বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে বিক্রি করতেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ছয়টি চোরাই ছাগলসহ মনির হাওলাদার ও রাসেল নামের দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম