হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় আ. লীগ নেতার বাড়িতে জেপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জেপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলায় আওয়ামী লীগ ও জেপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পর এই ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হন। এ সময় গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। 

নেতা-কর্মীরা জানান, ভান্ডারিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও জেপির (মঞ্জু) মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার রাতে তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়া হয়। এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে একই ব্যক্তির তাঁর বাসভবনেও হামলা চালান। 

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং এতে তাঁদের ১০ জন নেতা-কর্মী আহত হন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার বলেন, ‘তেলীখালী ইফতারিকে কেন্দ্র করে জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের ওপরে চড়াও হয়। পরে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বাসভবনে এবং অফিস কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় তাঁরা। অফিসে থাকা জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

এদিকে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল দাবি করে বলেন, ‘গতকাল ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং হামলায় আমাদের তিনজন নেতা-কর্মী আহত হয়।’ 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান বলেন, ভান্ডারিয়ার তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র‍্যাব মোতায়েন আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক