হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় আ. লীগের কমিটি নিয়ে উত্তেজনা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়নের পাঁচটি ইউনিয়ন ও পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথরঘাটা কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেখ রাসেল স্কায়ারে প্রতিবাদ সভা করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা।

এর আগে শনিবার সকালে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মো. শহীদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেনসহ কয়েকশ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

 

দলীয় সূত্রে জানা গেছে, নাচনাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মাসুদ রানাকে সভাপতি ও মো. ফরিদ খানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। চরদুয়ানীতে হাফিজউদ্দিন আহমেদ ওরফে ফিরোজকে সভাপতি ও আরিফুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একইভাবে পাথরঘাটা সদর ইউনিয়নে শামসুল আলম সিকদারকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক, কাকচিড়া ইউনিয়নে আলাউদ্দিন পল্টুকে সভাপতি ও ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক, কাঠালতলীতে শহিদুল ইসলামকে সভাপতি ও মহিউদ্দিন সিকদার ওরফে হিরুকে সাধারণ সম্পাদক এবং পাথরঘাটা পৌর শাখায় মোস্তফা কামালকে সভাপতি ও মো. নাসির উদ্দিন ওরফে সোহাগকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

তবে এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের একাংশ। তাদের দাবি টাকার বিনিময়ে এ কমিটি প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ শহীদ জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটিতে অনেক বিতর্কিত এবং খুনের মামলার আসামিও স্থান পেয়েছে। বিতর্কিত এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের অপসারণ দাবি করেছেন নেতা-কর্মীরা। 
 
এদিকে আগামী ৩১ অক্টোবর বিকেল ৩টায় পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। 

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাবির হোসেন বলেন, ‘দলীয় নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়নি। ত্যাগী নেতাদের এ ইউনিয়ন কমিটিতে মুল্যায়ন করা হয়েছে।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার