হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর 

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে। পরে বর ও কনের পরিবারের কাছ থেকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মো. পারভেজ ইলিয়াসের মেয়ে ইসরাত জাহান মিমের (১৩) সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার মো. আবদুল খালেক হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন লিমনের বিয়ের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরপক্ষের অর্ধশতাধিক মেহমান কনের বাড়িতে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ বিষয়টি অবগত হয়ে মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, গোপনীয়তা রক্ষা করে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। উভয় পক্ষের অভিভাবকের কাছ থেকে বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা রাখা হয়। বাল্যবিবাহ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ