হোম > সারা দেশ > ভোলা

আগে সংস্কার পরে নির্বাচন: মিয়া গোলাম পরওয়ার

ভোলা প্রতিনিধি

ভোলায় সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আগে যৌক্তিক সংস্কার, তারপরই নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা হবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে। ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিক পন্থা আমরা পছন্দ করি না। নির্বাচনের আগেই স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিচার করতে হবে।’

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায়, তাদের কথায় ভিন্ন সুর। কারণ তারা ভোট ডাকাতি করতে চায়। এ সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে।’ এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে চার দিনের মাথায় নিজেদের পতন ডেকে আনল। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’ বিগত সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভোলার মানুষের যে দাবি রয়েছে, এগুলো আরও ২০ বছর আগের দাবি। এগুলো আপনারা কেন বাস্তবায়ন করতে পারলেন না? ভোলার ২০ লাখ মানুষের প্রাণের দাবি ঘরে ঘরে গ্যাসের সংযোগ দিতে হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ করতে হবে। মনপুরাকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে হবে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় এলে আমরা আপনাদের এসব দাবি বাস্তবায়নে অগ্রাধিকার ভূমিকা রাখব।’

কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলিসে শুরার সদস্য আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযি।

ভোলায় সম্মেলনে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

সম্মেলনে আরও বক্তব্য দেন, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমির অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ঢাকাস্থ চরফ্যাশন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মো. মহিবুল্লাহ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক আমীর হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মু. হেলাল উদ্দিন রুবেল, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ