হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, বহিরাগতের আনাগোনায় নানা শঙ্কা

বরিশাল প্রতিনিধি

বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা। তবে শেষ মুহূর্তে ভোটের মাঠে বহিরাগতদের আনাগোনায় নানা শঙ্কা দেখা দিয়েছে। 
 
বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বুধবার বলেন, ভোট গ্রহণের জন্য তাঁদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সদরের শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন তুহিন বলেন, তাঁর ভোটার ও কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না। নৌকার পক্ষে ভোট কারচুপি করতে মেহেন্দিগঞ্জ, মুলাদি, ও বরিশাল নগরী থেকে লোক এনে শায়েস্তাবাদে রাখা হয়েছে। 
 
ওই ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার বলেন, নৌকার পক্ষে ভোট ডাকাতি করতে বহিরাগত সন্ত্রাসীদের শায়েস্তাবাদে আনা হয়েছে। মেহেন্দিগঞ্জ এর পাতারহাট, উলানিয়া, মুলাদির কাজিরচর থেকে বহিরাগত সন্ত্রাসীরা এসেছে। বিষয়টি আমরা পুলিশ-প্রশাসনের রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। 

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান মুন্না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জোর দেন। 

গতকাল মঙ্গলবার প্রচারণার শেষ দিনে হাতপাখার পক্ষে চরমোনাইর দল ইসলামি আন্দোলন বাংলাদেশে নায়েবে আমীর সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম হুঁশিয়ারি করে বলেন, যদি হাতপাখার কোনো নেতা-কর্মীকে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। চ্যালেঞ্জ দিলাম পাড়লে একটা কর্মীর গায়ে হাত দিক। 

বহিরাগতদের শায়েস্তাবাদে এনে রাখার অভিযোগ প্রসঙ্গে সায়েস্তাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, বহিরাগত অবস্থান করলে আইনশৃঙ্খলাবাহিনী তা দেখবে। এ ধরনের লিখিত অভিযোগ তিনি পাননি। 
 
একই ধরনের অভিযোগ উঠেছে রায়পাশা-কড়াপুর, চরমোনাই ও চরকাউয়া ইউপি নির্বাচনে। এ ৩টি ইউপিতেই বহিরাগত প্রবেশের অভিযোগ করেছে চরমোনাইর প্রার্থীরা। 
 
এদিকে সদর উপজেলার ৬টি ইউনিয়নের সব কটিতে রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীও আছে সব কটি ইউনিয়নে। ফলে ৬টি ইউনিয়নেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করেন। 

আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী এবং সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তবে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, কোন চেয়ারম্যান প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখানোর লিখিত অভিযোগ দেননি। 

বরিশাল সদর উপজেলার ৬ ইউনিয়নই মহানগর পুলিশের আওতাধীন। এ জন্য মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান গত দুদিন প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে সাধারণ ভোটার এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ কমিশনার বুধবার পুলিশ লাইন্স এ প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী এলাকার আনসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইনের দৃষ্টিতে আমরা সব প্রার্থীকে সমান চোখে দেখব। কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত আমরা সবাই একই টিউনে কাজ করে যাব। তাই কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক চাহিদা অনুসারে শক্তি প্রয়োগ করতে হবে। 

এ সময় তিনি ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স এর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন ডিউটিতে নিয়োজিত অবস্থায় কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বরিশাল নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসর মো. নুরুল আলম বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হচ্ছে। সদরের ৬টি ইউনিয়ন যথাক্রমে চরমোনাই, চরকাউয়া, চন্দ্রমোহন, চাদপুরা, রায়পাশা-করাপুর ও সায়েস্তবাদে ১১ নভেম্বর ভোট। ৬টি ইউনিয়নে মোট কেন্দ্র ৫৫ টি। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩১ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২০৮ জন এবং সংরক্ষিত সদস্য ৭১ জন। ৬ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৯৭ জন। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ