হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম মোহনা আক্তার (১৮)। তিনি শহরের সিমুলবাগ এলাকার রাসেদ মুন্সির মেয়ে এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোহনা আক্তার ও তার তিন বন্ধু শহরের মুসলিম পাড়া এলাকায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে তারা শহরের চৌরাস্তায় যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলার ওড়না পেঁচিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময়ে দায়িত্বরত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫