হোম > সারা দেশ > বরিশাল

আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ: ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। ছবি: সংগৃহীত

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ নভেম্বর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনের সময় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়।

আইএইচটির অধ্যক্ষ ডা. মানষ কুমার কুণ্ডু জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী—রেডিওগ্রাফির দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেনকে মাদকসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় পর্যন্ত তাঁর ছাত্রত্ব স্থগিত করা হয়।

আর ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে তৃতীয় বর্ষের ল্যাবরেটরি বিভাগের নাবিল মোস্তফা, ডেন্টালের জোবায়েদ আলম ফরিদ, ফার্মেসির মো. মুকিম আলম, ডেন্টালের মোহাম্মদ সাব্বির আহমেদ, ফিজিওথেরাপির এস এম সাহিবুল ইসলাম, দ্বিতীয় বর্ষের ফার্মেসির মো. রাইসুল ইসলাম, ফিজিওথেরাপির মো. বিল্লাল ও রেডিওগ্রাফির মো. ফয়সাল আলম সুজা। আর ফিজিওথেরাপির দ্বিতীয় বর্ষের মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

ডা. মানষ কুমার কুণ্ডু জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্ত শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা