হোম > সারা দেশ > বরিশাল

নানাবাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল নাদিয়া

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে নানাবাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু নাদিয়া (৭)। গতকাল শনিবার দুপুরে গাড়িচাপায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার রমাগঞ্জ  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ দুলালের মেয়ে।

গতকাল দুপুরে উপজেলার মঙ্গল সিকদার বাজার এলাকায় চরফ্যাশন থেকে পিকনিকে আসা একটি গাড়ি নাদিয়াকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, নাদিয়া দুই দিন আগে মঙ্গল শিকদার এলাকায় তার নানাবাড়ি বেড়াতে যায়। গতকাল দুপুরে সে মঙ্গল শিকদার বাজারের ধলীগৌরনগর প্রাথমিক বিদ্যালয় সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় পিকনিকের একটি পাজেরো গাড়ি তাকে চাপা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী