ভোলার লালমোহনে নানাবাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু নাদিয়া (৭)। গতকাল শনিবার দুপুরে গাড়িচাপায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ দুলালের মেয়ে।
গতকাল দুপুরে উপজেলার মঙ্গল সিকদার বাজার এলাকায় চরফ্যাশন থেকে পিকনিকে আসা একটি গাড়ি নাদিয়াকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, নাদিয়া দুই দিন আগে মঙ্গল শিকদার এলাকায় তার নানাবাড়ি বেড়াতে যায়। গতকাল দুপুরে সে মঙ্গল শিকদার বাজারের ধলীগৌরনগর প্রাথমিক বিদ্যালয় সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় পিকনিকের একটি পাজেরো গাড়ি তাকে চাপা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।