বরিশালে বিএনপির গণসমাবেশের দিন আজ শনিবার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত কয়েকটি বিভাগীয় গণসমাবেশের মতো বরিশালেও পরিবহন ধর্মঘট চলায় বিএনপি নেতাকর্মীরাই শুধু নন, চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে নানা গন্তব্যের পথে থাকা স্থানীয়রাও ভোগান্তির শিকার হচ্ছে। কারণ, পুলিশের সঙ্গে আওয়ামী লীগের কর্মীরাও বাধার সৃষ্টির করছেন বলে তাঁদের অভিযোগ।
পটুয়াখালী মহাসড়কে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে যাত্রী পরিবহন করেন তুষার। আজকের পত্রিকাকে তুষার বলেন, ‘গতকাইল থেইকা গাড়ি চালাইতে পারি না, ছাত্রলীগের পোলাপাইনে মটরসাইকেল ভাইঙ্গা ফেলায়। এ ছাড়া পুলিশেও যাইতে দেয় না।’
চিকিৎসার জন্য মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘ডাক্তার দেখাইতে বরিশাল আইছি অনেক কষ্ট কইরা। একটা মোটরসাইকেল পাইছি, তাও ৮০০ টাকা ভাড়া নেছে। আর পথে পথে বাধার কোনো শেষ নাই। শুধু শুধু আমাদের সাধারণ মানুষকে হয়রানি করছে।’
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। কাউকে হয়রানি বা ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন: