হোম > সারা দেশ > বরিশাল

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, স্থানীয়দের মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা বরিশাল আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল মালেক পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের আবদুল মজিদ মোল্লার মেজো ছেলে। তিনি বিজিবির সাবেক সদস্য ছিলেন। 

স্থানীয় মুছা জানান, আবদুল মালেক বিজিবি থেকে অবসর গ্রহণের পর বাড়ির সামনেই পেট্রোল-মবিলের দোকান পরিচালনা করে আসছিলেন। তাঁর দোকানের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে বেপরোয়া গতিতে এসে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বরিশাল নেওয়ার পথে বামনা এলাকায় তাঁর মৃত্যু হয়। 

এদিকে আবদুল মালেকের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে ঘটনা স্থলে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে অটোরিকশা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনাটি জানতে পেরেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। 

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারজানা সবুর রুমকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা