বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহতরা হলেন-আগৈলঝাড়ার ধামুরা বাবরখানা গ্রামের আবু বকরের ছেলে ইউছুব হোসেন (১৯), মালেক সরদারের ছেলে নাছির সরদার (২৭), মতি ঘরামির ছেলে সুমন ঘরামি (৩৪) ও সুশীল রায়ের স্ত্রী তীথি রায় (২৫)।
জানা গেছে, আজ সকালে উপজেলার আগৈলঝাড়া-ধামুরা সড়কে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ৪ জন আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।