হোম > সারা দেশ > পিরোজপুর

স্কুলঘরে মোটরসাইকেলের গোডাউন

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর) 

নেছারাবাদে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ মোটরসাইকেলের গোডাউন বানিয়ে কৃষ্ণকান্ত দাস নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছেন। ওই ব্যবসায়ীর উপজেলা রোডে মোটরসাইকেলের শোরুম রয়েছে। 

করোনায় দেড় বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকার সুযোগে শ্রেণিকক্ষ গোডাউন বানিয়েছেন কৃষ্ণকান্ত। তবে তিনি দাবি করেছেন, স্কুল কমিটির অসিম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়েই তিনি স্কুলঘরটি ব্যবহার করছেন। 

কৃষ্ণ কান্ত বলেন, আমি আমার শোরুমের গাড়ি স্বরূপকাঠি সার্বজনীন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির বড় ভাই অসিম কর্মকারের অনুমতি নিয়ে কয়েক দিনের জন্য গাড়ি রেখেছি। 

জানা গেছে অসিম কর্মকার স্কুল কমিটির সহ-সভাপতি। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল হক বলেন, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে। 

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আমি কিছু জানি না। এখন দূরে আছি. সরেজমিনে গিয়ে দেখে আইননুযায়ী ব্যবস্থা নেব। 

বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে বিষয়টি দেখছি। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক