হোম > সারা দেশ > ভোলা

পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শরীয়তপুরের কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 
আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এ কে এম মজির উদ্দিনের ছেলে। তিনি চরফ্যাশন সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, গত শনিবার দুপুরে আল আফছার তামিম এবং চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ছয়জন ট্রলারে করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। শরীয়তপুরের জাজিরা থেকে মাওয়া যাওয়ার পথে তাঁদের ট্রলার উল্টে যায়। এ সময় পাঁচজনকে অন্য একটি ট্রলার ও স্পিডবোটের লোকজন উদ্ধার করেন। কিন্তু তামিম নিখোঁজ হন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম