হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের (৪০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. জাহাঙ্গীর ফকিরের বাড়ি পটুয়াখালীর ধুমকি থানার চর গরবদী এলাকায়। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী, শাহীন গাজী ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন সাকিব গাজী। চাঁদা না দেওয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে অগুন ধরিয়ে দেন। এ সময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের একটি দল আসামিদের ধরতে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা