পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাডভোকেট মো. শাহরিয়ারসহ তিনজন পথচারী আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।
বুধবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে শহরের স্বনির্ভর রোডের জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক দপ্তরে হামলা করা হয়। এ সময় সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি।
জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘এ সরকারের পতনের দাবিতে সারা দেশ যখন আন্দোলনে উত্তাল এবং আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে সবাই যখন প্রস্তুত, তখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী ক্যাডাররা শুধু দলীয় কার্যালয় হামলা-ভাঙচুরই করেনি। প্রথমে আমার ব্যবসায়িক দপ্তরে হামলা করে এবং সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কোনো হামলা-মামলা এবং ভাঙচুর করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
এ নিয়ে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’