হোম > সারা দেশ > বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল। 

হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।

তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। 

এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প