হোম > সারা দেশ > বরিশাল

ঋণ করে টাকা না দেওয়ায় ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় টাকার জন্য নিজের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আজ রোববার এ ঘটনায় মা বিউটি বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনা ঘটেছে উপজেলার বেলুহার গ্রামে। ভুক্তভোগী যুবকের নাম শাহিন সরদার (১৮)। তিনি উপজেলার বেলুহার গ্রামে সুমন সরদার (৪৫) ও বিউটি বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুমন সরদার।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদার স্ত্রী বিউটি ও ছেলে শাহিনকে বাড়িতে রেখে ঢাকায় গিয়ে আরেকটি বিয়ে করে সংসার শুরু করেছেন। ওই বিয়ের পর থেকে বাড়িতে বিউটি বেগম ও তাঁর ছেলের জন্য কোনো সহযোগিতা করেন না। সম্প্রতি সুমন সরদার বাড়িতে গিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে দিতে চাপ দেন ছেলে শাহিন সরদারকে। এ সময় শাহিন এনজিও থেকে তাকে টাকা তুলে দেওয়ার ব্যাপারে রাজি না হওয়ায় তাঁকে হত্যার হুমকি দেন সুমন। গতকাল শনিবার রাতে ছেলে শাহিনকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য ধারালো অস্ত্র নিয়ে তাঁর ঘরে যান সুমন সরদার। হত্যাচেষ্টা চালানোর সময় শাহিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে শাহিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে সুমন সরদার বলেন, ‘ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে। তাই তাঁর সঙ্গে একটু মারধরের ঘটনা হয়েছে। হত্যার চেষ্টা করিনি। এ অভিযোগ মিথ্যা।’

এ ঘটনায় আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাবা ও ছেলের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা