হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী জেল থেকে ১৬ জেলেকে ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি

বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌবাহিনীর হাতে গ্রেপ্তার ভারতীয় ১৬ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের গ্রহণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমার।

এ সময় উপস্থিত ছিলেন, জেল সুপারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০২২ সালের ২৩৭ নম্বর মামলার জামিনমর্মে মুক্তির নির্দেশনা পেয়ে ভারতীয় ১৬ জেলেকে তাঁদের গচ্ছিত মালামালসহ ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে হস্তান্তর করেছি। তাঁরা সকলে হাইকমিশনারের সঙ্গে বেলা আড়াইটার দিলে কারাগার ত্যাগ করেছেন।’

উল্লেখ্য, ভারতীয় জেলেদের গত ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে ৩৫ মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে আটক করা হয়। পরে জেলেরা পায়রা বন্দর থেকে নিজেদের মাছের টলারে করে নৌপথে ভারত রওনা করেন। হস্তান্তর করা জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিমবঙ্গে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার