হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে স্কুলছাত্রের থাপ্পড়ে কান ফাটল কলেজছাত্রের  

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে আব্দুল্লাহ আল মেরিন (১৭) নামের এক কলেজছাত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্কুলছাত্র মো. সিয়ামের বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় কলেজছাত্রের বাবা মো. মুসা আলী বাদী হয়ে বাবুগঞ্জ থানায় স্কুলছাত্র মো. সিয়াম (১৬), মো. নাহিদ (১৭), মো. সুভ্রসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ বলছে, কলেজছাত্র মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি সকালে কলেজছাত্র মো. আব্দুল্লাহ আল মেরিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র মো. সিয়াম তাঁর বন্ধুদের নিয়ে পথরোধ করে। 

এ সময় আব্দুল্লাহ আল মেরিনের কাছে তার বন্ধু রবিউলের সংবাদ জানতে চায় সিয়াম এবং রবিউলের মোবাইল নম্বর চায়। কলেজছাত্র আব্দুল্লাহ আল মেরিন তাঁর বন্ধু রবিউল কোথায় আছে জানেন না এবং মোবাইল নম্বরও জানা নেই বলায় স্কুলছাত্র মো. সিয়াম ও তার বন্ধুরা আব্দুল্লাহ আল মেরিনকে কিল ঘুষি ও চর থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়। 

পরে আব্দুল্লাহ আল মেরিন বাড়ি ফিরলে তাঁর পরিবারে লোকজন আহত মেরিনকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা