হোম > সারা দেশ > বরিশাল

মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, অভিযোগের তীর চাচাদের দিকে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. দুলাল হোসেন (২৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে। পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে দুলালের চাচা সেলিমের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে দুলালের তিন চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। এ ঘটনার বিচার চান তাঁরা। 

দুলালের চাচা সেলিম মিয়া বলেন, ‘আমাদের সঙ্গে দুলালের জমি নিয়ে কোনো বিরোধ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়ি করে সেখানে বাস করে।’ 

তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে। এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল। এ ছাড়া তার মৃগী রোগও ছিল। 

ঘেরের মালিক সেলিম পহলান বলেন, ‘আমার ঘেরের চারপাশে পরিষ্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি ওই কাজে সহযোগিতার জন্য সকালে দুলালকে সঙ্গে নিয়ে আসে। পরে ১০টার দিকে দুলালের মরদেহ পানিতে পাওয়া যায়।’ 

পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা