হোম > সারা দেশ > বরিশাল

ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না মানুষ: বরিশালে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানুষ আজ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত। হামলা-মামলার ভয়ে সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি নিজের ভোটটি পর্যন্ত নিজে দিতে পারছে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন।

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করীম এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, সরকারের দুর্নীতিবাজ লুটেরা এবং তাঁবেদার শক্তির কাছে দেশের মানুষ আজ জিম্মি। উন্নয়নের নামে দেশে এখন দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। সরকার তার দুঃশাসনকে দীর্ঘ করার জন্য নির্লজ্জভাবে পার্শ্ববর্তী দেশটির মনোরঞ্জন করে যাচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক নীলনকশা বাস্তবায়ন করছে।

সৈয়দ রেজাউল করীম বলেন, চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দলীয় সিন্ডিকেটের হাতে গোটা দেশ আজ জিম্মি। মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী সরকারের অধীনে হবে না, হতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র-যুববিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব প্রমুখ।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ