হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সাইদ মৃধাকে খালাস দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল হোসেন, শাহিন মিয়া ও ইদ্রিস হাওলাদার। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আসামি ইদ্রিস হাওলাদার পলাতক রয়েছেন। তাদের সবার বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলায়। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু আজকের পত্রিকাকে বলেন, দণ্ডিত আসামিরা টিউবওয়েল স্থাপনের শ্রমিকের কাজ করত। ২০২০ সালের ৪ মার্চ তারা বাকেরগঞ্জ উপজেলার খয়রাবাদ গ্রামে টিউবওয়েল বসাতে গিয়েছিল। ওই দিন গভীর রাতে মোটরসাইকেলচালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় তারা। 

এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই বছরের ৩১ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন। এতে চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ডাদেশ দেয় আদালত।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫