হোম > সারা দেশ > পটুয়াখালী

মাদ্রাসা সুপারের পদত্যাগে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবি ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল বুধবার বিকেলে সুপারিনটেনডেন্ট হাবিবুর বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা এবং দলীয় কর্মী মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আব্দুল করিম ও মো. মাসুদ।

মামলার হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাস। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলা আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট আসামিরা মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জোর করে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।

ওই ঘটনায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় গতকাল বুধবার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫