হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। 

গতকাল বুধবার রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. শহিদ শিকদারের ছেলে। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং পিরোজপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। 

স্থানীয়রা আহত সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

আহত সাংবাদিক শফিকুল বলেন, ‘রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার কোনো কথা না বলে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।’ 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়। 

ইন্দুরকানি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয় রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ