হোম > সারা দেশ > বরিশাল

‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম’ 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

শতবর্ষী হাজেরা খাতুন তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। তবে তিনি বলেন, ‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম।’ আজ বুধবার বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট দিয়েছেন তিনি। কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ভোট দেন তিনি।

৩ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ দীঘিরপাড় দাখিল মাদ্রাসাকেন্দ্রে দেখা গেছে, হাজেরা খাতুন অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। এ সময় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দেবরের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। অনেক দিন পর নিজের ভোট নিজেই দিলাম। যারে ভোট দিয়েছি, এই নাম আমি গোপন রাখমু। আশা করি, আমার চেয়ারম্যান প্রার্থী জয়ী হবে।’

হাজেরা আরও বলেন, জীবনের শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পারছি এ জন্য খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়া শেষে আর কষ্ট লাগছে না বলেও জানান তিনি।

হাজেরা খাতুনের দেবর মতিউর রহমান মোল্লা বলেন, ‘ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনো সমস্যা হয়নি। এই শেষ বয়সে আমার ভাবি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা খুশি।’

আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। এ ইউপিতে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে ৬ হাজার ৬০১ জন পুরুষ এবং ৬ হাজার ৫৬৭ জন নারী। ৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ