হোম > সারা দেশ > বরগুনা

পাওনা টাকা চাইতে গিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৮

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে পাওনা টাকা চাইতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে। 

গুরুতর আহতদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার পূর্ব চিলা গ্রামের রফিক মৃধার ছেলে শান্ত মৃধা চাচাতো ভাই তুহিন মৃধার কাছ থেকে গত তিন মাস পূর্বে দুই হাজার একশ টাকা ধার নেয়। ওই টাকা তিন মাসেও পরিশোধ করেনি শান্ত। উল্টো তিনি টাকা নেওয়ার  কথা অস্বীকার করে। এ নিয়ে স্থানীয়ভাবে গত এক মাস পূর্বে সালিস বৈঠক হয় এমন দাবি তুহিন মৃধার। তুহিন মৃধা বুধবার রাতে পাওনা টাকা শান্ত মৃধার কাছে চাইতে যায়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তুহিন মৃধা ও শান্ত মৃধার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়। 

 গুরুতর আহত সাকিল মৃধা, রফিক মৃধা, শান্ত মৃধা, দুলালী ও মাহিনুরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংকটজনক অবস্থায় সাকিল মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া  হয়। অপর আহত ছালাম মৃধা, তুহিন মৃধা ও আলফান মৃধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তুহিন মৃধা বলেন, গত তিন মাস পূর্বে শান্ত মৃধা আমার কাছ থেকে দুই হাজার এক’একশ  টাকা ধার নেয়। ওই টাকা দিতে তিনি অস্বীকার করেন। এ টাকা চাইতে গেলে আমার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই। 

শান্ত মৃধার বড় ভাই মামুন মৃধা বলেন, তুহিন মৃধা ও তার লোকজন আমার পরিবারের দুই নারীসহ চারজনকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মোর্শেদ  আলম বলেন, গুরুতর আহত সাকিল মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের ভর্তি করে যথাযথ চিকিৎসা দেওয়া হয়।
 
আমতলী থানার ওসি (তদন্ত) রণজিৎ কুমার সরদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ