হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় বিস্ফোরক দ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভান্ডারিয়ায় বিস্ফোরক দ্রব্য দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ফেঁসে গেলেন রতন সমাদ্দার (৪৫) নামের এক যুবক। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রতন উপজেলার ইকড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল সমাদ্দারের ছেলে।

ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মো. বজলুর রহমান জানান, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য কলম প্রতীকের প্রার্থী অর্পণা রানী। অর্পণাকে জেতাতে তাঁর ননদের স্বামী রতন সমাদ্দার প্রতিদ্বন্দ্বী বক প্রতীকের প্রার্থী শিল্পী রাণীর ঘরে রোববার রাতে ৭টি বিস্ফোরক দ্রব্য (ককটেল) রেখে আসেন। পরে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা কবির পরিচয় দিয়ে ৯৯৯ এ ফোন করেন। ফোনে জানান সে সুপারি ব্যবসায়ী রতন বৈরাগীর বাড়িতে সুপারি কিনতে গিয়ে ককটেল দেখে ভয়ে পালিয়ে এসেছেন।

পরে ৯৯৯ থেকে ভান্ডারিয়া থানায় বিষয়টি অবহিত করা হয়। সেই রাতেই থানা-পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রতন সমাদ্দারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসানোর জন্য ককটেল রাখার বিষয়টি স্বীকার করেন।

ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রতন সমাদ্দারকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম