হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন দিল বিদ্রোহী

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিলেন এক ‘বিদ্রোহী’ প্রার্থী। বর্তমান চেয়ারম্যান নাগর হাওলাদারের পক্ষে কাজ করার ঘোষণা দেওয়া ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নের এই প্রার্থীর নাম আবুল কালাম মিয়া। তিনি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ৬ ডিসেম্বর। এদিন দুপুরে তিনি মোবাইলে আজকের পত্রিকাকে মনোনয়ন প্রত্যাহার এবং নৌকার প্রার্থীর সমর্থনে কাজ করার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। 

আবুল কালাম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকে নির্বাচন করার আশা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেননি তাই ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অনেক ভেবে দেখলাম দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা উচিত নয়। এ ছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকার সমর্থন দিতে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে আবুল কালাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ জন্য তাঁকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মিলেমিশে কাজ করে যাবেন।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার