হোম > সারা দেশ > বরিশাল

স্ত্রীকে হাতুড়িপেটার পর ৯৯৯ নম্বরে স্বামীর কল, হাসপাতালে মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় তেতলা গ্রামে বিথী সমদ্দার (২৫) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। হত্যার পর স্বামী সুমন রায় (৩৩) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। 

আজ রোববার সকাল ১১টার দিকে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামীকে আটক করে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের বিথী সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। এই দম্পতির সুপ্তী রায় নামের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকে বিথী ও সুমন একে অপরকে সন্দেহ করতেন। সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহের জেরে আজ রোববার সকাল ১১টার দিকে তাঁদের দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন হাতুড়ি দিয়ে বিথীর মাথায় এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা বিষয়টি দেখে সুমনকে আটক করেন। এ সময় সুমন জনরোষ থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রীকে হাতুড়িপেটা করে মার্ডার করেছেন জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করেন। পরে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করেন। 

এদিকে বিথী সমদ্দারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সুমন রায়কে আটক করা হয়েছে। শেবাচিম হাসপাতালে বিথীর মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু