হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আমতলী সরকারি কলেজ। ছবি: সংগৃহীত

বরগুনা আমতলীতে এইচএসসি ও আলিম পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন এদের বহিষ্কার করেন। আজ বিকেলে আমতলী বন্দর হোসেনিয়া ফাজিল মাদ্রাসা এবং সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আজ বিকেলে উপজেলার চারটি কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার চারজন ও চাওড়া টেকনিক্যাল কলেজের কারিগরি শাখার একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। একই দিন সকালে আমতলী সরকারি কলেজের মাদ্রাসা কেন্দ্রের আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন, ন ম আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার একজন, তালতলী ছোট ভাইজোড়া সিনিয়র মাদ্রাসার একজন ও পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার একজন, মোট চারজন আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন বলেন, কারিগরি শাখার এইচএসসি ও মাদ্রাসার আলিম পরীক্ষার ৯ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম