হোম > সারা দেশ > বরগুনা

বরগুনা হাসপাতালে জটিল রোগ নিয়ে গেলেই রেফার্ড, ক্ষুব্ধ এমপি 

বরগুনা প্রতিনিধি

বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। কিন্তু এ হাসপাতাল নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। জটিল রোগ নিয়ে এলেই স্থানান্তর করা হয় অন্য জায়গায়। 

হাসপাতালের দুরবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন খোদ স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাতে বরগুনা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বরগুনা সদর হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত এমপি। 

সংসদ সদস্য টুকু বলেন, ‘আমার বিবেচনায় বরগুনার সব থেকে দুরবস্থা সদর হাসপাতালের। এখানে কোনো চিকিৎসা নেই। ওনারা একটা ওষুধেরই নাম লিখতে পারে, তা হলো—বরিশাল রেফার্ড। আর কোনো কিছু তাঁদের জানা নেই। পর্যাপ্ত ডাক্তারও নেই। এক অপরিচ্ছন্ন পরিবেশ।’

সংসদ সদস্য আরও বলেন, ‘এই হাসপাতাল নিয়ে আমরা অন্য জেলাগুলো থেকে পিছিয়ে পড়েছি। চিকিৎসা সেবা আমাদের নেই বললেই চলে। এভাবে চলতে পারে না। এবার পরিবর্তন দরকার। সব ধরনের রোগের চিকিৎসা যেন এই হাসপাতালে হয় সেই ব্যবস্থা নিতে হবে দ্রুত।’ 

গোলাম সরোয়ার টুকু বলেন, ‘আমার মেধা, যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে সব সময় চেষ্টা করব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার। আমরা যে পিছিয়ে পড়েছি সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আমি করব।’ 

এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান নতুন এই সংসদ সদস্য।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম