হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সিমা (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা পূর্ব ঝাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সিমা উপজেলার পূর্ব ঝাড়াখালীর খালেক আকন্দের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, সিমা তালতলী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। সেকারনে ওই কলেজের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। সিমা পরিবারের কাছে প্রাইভেটের টাকা চায়। সিমার বাবা দিনমজুরের কাজ করায় টাকা দিতে কিছুদিন সময় চায়। এই প্রাইভেটের টাকা নিয়ে সকালে সিমা ও তার মায়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিমা। পরে তালতলী পুলিশের একটি টিম এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার মরদেহ উদ্ধার করে। 

নিহত সিমার মা বলেন, ‘আমরা গরিব। আমাদের সংসারে তবুও মেয়েকে লেখাপড়া করানোর চেষ্টা করেছি। প্রাইভেটের টাকার জন্য আমার সাথে একটু মনোমালিন্য হয়। তবুও প্রাইভেটের ৫০০ টাকা আমি দিয়েছি কষ্ট করে। এরপরে মেয়ে কলেজে না গিয়ে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, ‘সীমা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। তবে সে নিয়মিত ক্লাসে আসত না। তা ছাড়া কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত সেটা আমার জানা নাই।’ 

এ ঘটনায় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জেনেছি সেটা হলো প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে। এ কারণে হয়তো আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা