হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে প্রায় ৩ একর জমি নদীগর্ভে বিলীন

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর আংগারিয়া ও বাহেরচর গ্রামে নদীভাঙনে সর্বস্ব হারাতে বসেছেন এলাকাবাসীরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় হঠাৎ করে প্রায় ৩ একর জমি নদীগর্ভে তলিয়ে যায়। এতে অনেকের কৃষিজমি, গাছপালা ও বসতঘর বিলীন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন-মিলন মিরা, মামুন মিরা, ফয়সাল মিরা, দুলাল হাওলাদার, জলিল সিকদার, ফরিদা, ক্ষিতিষ ঘরামী, হিমান্ত ওঝা, পান্টু পাইক, বিমল রায়, বশির হাওলাদার, শাহআলম হাওলাদার, পরিমল পাইক, জাকির হাওলাদার, রুহুল আমিন হাওলাদারসহ আরও অনেকে।

ঘটনার সময় জমিতে কৃষি কাজ করতে যাওয়া ১২-১৪ জন লোক নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে বশির ও আরাফাত নামে দুজন গুরুতর আহত হন। নদীভাঙন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ২৫-৩০টি বসতবাড়ি।

এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, আমাদের এমন অবস্থা হয়েছে যে মাথা গুজার ঠাঁই নেই। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় প্রতিবছর নতুন করে ঘর তৈরি করতে হয়। অনেকের ভিটে-মাটি না থাকায় অন্যের বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে ঘর তুলে দিনযাপন করছেন।

ইউপি সদস্য মো. শাহীন গাজী বলেন, আংগারিয়া ও বাহেরচর গ্রামে দীর্ঘ ৬০ বছর যাবৎ নদী ভাঙন শুরু হয়। এখনো প্রতিনিয়ত নদীভাঙন হতেই থাকেন। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কয়েক মাস আগে ভাঙন রোধের জন্য এলাকাবাসী মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলেও এখন পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়া হবে।

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ