হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রেপ্তার আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদ। ছবি: সংগৃহীত

চুক্তিতে মানুষ কুপিয়ে হত্যা, আহতসহ ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে নগরীর হাতেম আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আকাশ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। আকাশ কালা মাসুদ নামে পরিচিত। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, কালা মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। নগরীর ভাড়াটে খুনি নামে পরিচিত তিনি। তাঁকে গ্রেপ্তার করতে গত এক মাস ধরে একাধিক অভিযান চালানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়াও কালা মাসুদের রয়েছে ছিনতাইকারী কয়েকটি চক্র।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাছাড়া নতুন আরও চারটি মামলার আসামি এই কালা মাসুদ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা