পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা ও দুই মুখ ওয়ালা একটি বাছুরের জন্ম হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাছুরটিকে এক নজর দেখতে ভিড় জমায়। তবে জন্মের প্রায় ৩ ঘণ্টা পর বাছুরটি মারা যায়।
আজ শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাছুরের খবর শুনে দেখতে আসা ইসলামপুর এলাকার কৃষক লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের বাছুর জীবনে এই প্রথম দেখলাম। এটা দেখে মনে হচ্ছে শেষ জামানার আলামত। এখানে অনেক লোক এসেছে বাছুরটি দেখতে।’
গাভিটির মালিক কৃষক সোহেল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ১৩টি গরু আছে। সকালে গোয়ালে গিয়ে দেখি গাভিটি বাচ্চা প্রসব করছে। কিন্তু দুই মাথা ওয়ালা বাছুরটি দেখে প্রথমে ঘাবড়ে যাই। বাছুরটার সাত পা, দুই মুখ, চার চোখ ও চারটি কান নিয়ে জন্ম নিয়েছে। পরে ৩ ঘণ্টা পর বাছুরটি মারা গেলে মাটিচাপা দেওয়া হয়।’
কৃষক সোহেল মৃধা আরও বলেন, ‘এখন বাচ্চা প্রসব করা গাভিটির শারীরিক অবস্থা ভালো না। গাভিটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম বলেন, ‘এটা মূলত জেনেটিক ডিসঅর্ডার জনিত সমস্যা। কনজেনিক্যাল ডিফেক্টের কারণে গরু এমন বাছুর জন্ম দিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।’