হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিজ ঘরে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাড়ি ঘিরে পুলিশ ও এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুর শহরে নিজ ঘরে এক বিধবা বৃদ্ধার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই নারী ঘরে একা থাকতেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাঁর বিবস্ত্র লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি শহরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের মৃত নুরে আলমের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে কর্মসূত্রে ঢাকায় এবং মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন।

প্রতিবেশী আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানান, তিনি আলেয়াকে খুঁজতে গিয়ে তাঁর ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন বিবস্ত্র অবস্থায় লাশ মেঝেতে পড়ে রয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশে একটি গামছা ও একটি ওড়না পাওয়া গেছে।

পুলিশের ধারণা, গামছা ও ওড়নার যেকোনো একটি দিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে তিনি ধর্ষণের শিকার হতে পারেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা