হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিজ ঘরে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাড়ি ঘিরে পুলিশ ও এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুর শহরে নিজ ঘরে এক বিধবা বৃদ্ধার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই নারী ঘরে একা থাকতেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাঁর বিবস্ত্র লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি শহরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের মৃত নুরে আলমের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে কর্মসূত্রে ঢাকায় এবং মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন।

প্রতিবেশী আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানান, তিনি আলেয়াকে খুঁজতে গিয়ে তাঁর ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন বিবস্ত্র অবস্থায় লাশ মেঝেতে পড়ে রয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশে একটি গামছা ও একটি ওড়না পাওয়া গেছে।

পুলিশের ধারণা, গামছা ও ওড়নার যেকোনো একটি দিয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে তিনি ধর্ষণের শিকার হতে পারেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা