প্রতিনিধি, বরিশাল
ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন বিয়ে করতে। ঈদের পরদিন বৃহস্পতিবার তড়িঘড়ি করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই ঢাকার পথে ছোটেন বর মো. রাসেল।
শুক্রবার থেকেই কঠোর লকডাউন। এর আগেই কর্মস্থলে ফিরতে হবে তাঁকে। অগত্যা নববধূকে নিয়ে লঞ্চে চড়ে বসেন। কিন্তু জায়গা না পেয়ে বাধ্য হয়ে ঠাঁই নেন পারাবত–১০ লঞ্চের ছাদে।
মহামারির মধ্যে বিয়ে করার ‘খেসারত’ হিসেবে লঞ্চের ছাদেই কাটল বাসর রাত!
রাসেলের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে। বরিশাল নদীবন্দর থেকে সেই ছবি তুলেছেন জেলা প্রতিনিধি খান রফিক।