হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরের পৌর এলাকায় পুকুর থেকে প্রিয়াঙ্কা দাস (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজারহাট এলাকার নুরু খানের পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস রাজারহাট এলাকার বাসিন্দা লিটন সাহার স্ত্রী। 

পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা আজ সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ঘরের পার্শ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তাঁরা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে। 

পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজামান মিলু বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। 

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত