হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রামবাসী শাহরিয়ার শিমুলকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রতিবেশীরা জানান, শিমুল অনেক দিন ধরে মাদকাসক্ত। এ কারণে বাবা-ছেলের প্রায়ই ঝগড়াবিবাধ হতো। আজ সকালে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে বিকেলে ধারালো অস্ত্র দিয়ে শিমুল তাঁর বাবার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

প্রতিবেশী শামসুল হক জানান, দিনমজুর শাহ আলম দুই বিয়ে করেছেন। শিমুল তাঁর প্রথম পক্ষের সন্তান। আগে ছেলের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কয়েক বছর আগে শিমুল মাদকাসক্ত হয়ে পড়লে বাবা-ছেলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ