হোম > সারা দেশ > বরিশাল

জমি রেজিস্ট্রি করতে গিয়ে বৃদ্ধ জানতে পারেন তিনি মৃত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার উপজেলার সুলতান ফকির (৮০) জমি রেজিস্ট্রি করতে ভূমি অফিসে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁর নাম নেই। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তাঁর ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে মৃত দেখানো হয়েছে।

সুলতান ফকির উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার সকালে পাথরঘাটা ভূমি কর্মকর্তার অফিসে জমি রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র তুলতে গিয়ে দেখেন তাঁর নাম-ঠিকানা সার্ভারে নেই। পরে অনেকের পরামর্শে তিনি নির্বাচন কর্মকর্তার অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে অনেক আগেই সার্ভার থেকে নাম মুছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সুলতান ফকিরকে মৃত দেখানো হয়েছে। তাঁর ছেলে ইদ্রিস নির্বাচন অফিসের ১২ নম্বর ফরম পূরণ করে স্বাক্ষর দিয়ে আবেদন করা একটি ডকুমেন্ট আমাদের সার্ভারে সংরক্ষিত আছে। আমার ধারণা, সুলতান ফকিরের ছেলে বাবাকে মৃত দেখিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে গেছেন।’

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে সুলতান ফকিরের ছেলে ইদ্রিস ফকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা তো আশ্চর্য হওয়ার মতো বিষয়। আব্বা তো জীবিত আছেন, তাঁকে কেন মৃত করার জন্য এ রকম করব? অনেক আগে আমার মা মারা গেছেন, তাও তো কিছুই করলাম না। এটা কীভাবে হয়েছে, তা আমার জানা নেই।’

এ বিষয়ে উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু আজকের পত্রিকাকে বলেন, সুলতান ফকির কাকচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জীবিত রয়েছেন। তবে সার্ভারে কী হয়েছে এ বিষয়ে কিছু জানা নেই।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার