হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে কারেন্ট জাল বিক্রেতার কারাদণ্ড, ক্রেতাকে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রেতাকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মুলাদী বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ সকাল ১০টার দিকে মুলাদী বন্দর পূর্ব বাজারের ব্যবসায়ী আজিজুল হাওলাদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ক্রেতা মো. জহিরুল হাওলাদার (৩০) ও মো. নজরুল হাওলাদারকে (৩৫) সাড়ে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে মুলাদী বন্দর পূর্ব বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে দুটি দোকান থেকে সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

মোহাম্মদ আলম আরও বলেন, কারেন্ট জাল বিক্রির অপরাধে নন্দীরবাজার এলাকার মো. আজিজুল হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জাল কেনার অপরাধে মো. জহিরুল হাওলাদার (৩০) ও মো. নজরুল হাওলাদারকে (৩৫) সাড়ে ৪ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মেরিন ফিশারিজ অফিসার মো. মিজানুর রহমান, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন ও মৎস্য কার্যালয়ের হিসাবরক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা