হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর-২: স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের জনসভা থেকে ফেরার পথে সমর্থকদের মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলের যথাযথ কাগজপত্র না থাকা, নিয়মভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় তাঁদের জরিমানা করা হয়। 

আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় নয়জন মোটরসাইকেল চালককে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে ওই আদালত। আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা পরিষদের গেটের সামনের সড়কে বসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। 

আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মোটরসাইকেল এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মোটরসাইকেল চালকে জরিমানা করেন। 

আদালতে সড়ক পরিবহন আইনে মোট নয়টি মোটরসাইকেল চালককে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। 

আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মামলায় ২ হাজার চার শত টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মামলায় ২ হাজার তিন শত টাকা জরিমানা করেন। 

সড়ক পরিবহন আইনে তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) পৃথক পৃথকভাবে ওই আদালত পরিচালনা করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের ওই জরিমানা করা হয়েছে কি না পূনরায় প্রশ্ন করে জানতে চাইলে, তিনি বলেন, ‘ওইসব কারণে নয়; সড়কপরিবহন আইনে ওই জরিমানা করা হয়েছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা