যুবতীকে ধর্ষণের দায়ে বরিশালে হাবিবুর রহমান হাওলাদার ওরফে হাবিব চৌকিদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ার হোসেন এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন হাবিব চৌকিদার। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের পেশকার কামাল হোসেন আজকের পত্রিকাকে জানান, উপজেলার ওই গ্রামে এক যুবতীকে ধর্ষণ করেন হাবিব (৫০)। ২০২১ সালের ১০ নভেম্বর এ ঘটনা ঘটে।
ওই দিন যুবতী তাঁর মায়ের সঙ্গে পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁকে ওই বাড়িতে রেখে তাঁর মাসহ অন্যরা দাওয়াত দিতে বের হন। এই সুযোগে যুবতীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেছেন হাবিব চৌকিদার।
পরে যুবতীর মা নার্গিস বেগম বাদী হয়ে হাবিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন। আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়া হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।