নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিষিদ্ধ সময়ে মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার দায়ে বরিশালের আট জেলেকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ তাঁদের অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।