হোম > সারা দেশ > বরিশাল

তরুণীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ৩ তরুণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।

মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে। 

আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান। 

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’ 

তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম