হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, গ্রেপ্তার ৩ দালালকে সাজা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। বিভিন্ন সময় পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে ছদ্মবেশে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

সাজা পাওয়া তিন ব্যক্তি হলেন জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার রিয়াজ হোসেন (৪০) ও সদর উপজেলার ভাইজোড়া এলাকার মাকসুদুর রহমান (৪৬)। এ ছাড়া অভিযানে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক জহিরুল ইসলাম ও পরিচ্ছন্নতা কর্মী রাযেস লাল দাসকে আটক করা হয়। তাঁদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কাউসারুল হক।

দুদকের পিরোজপুর জেলা শাখার উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, বিভিন্ন সময় পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুদকের একটি ছদ্মবেশী দল পাসপোর্ট অফিসে অভিযান চালায়। তাঁদের কাছেও দালালেরা ঘুষ দাবি করে। পরে তারা অভিযান চালিয়ে ইলিয়াস, রিয়াজ ও মাকসুদুর নামের তিন দালালকে গ্রেপ্তার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদক অভিযান চালিয়ে পাসপোর্ট অফিস থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১০ দিন ও দুজনকে সাত দিন কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা