হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, গ্রেপ্তার ৩ দালালকে সাজা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। বিভিন্ন সময় পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে ছদ্মবেশে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

সাজা পাওয়া তিন ব্যক্তি হলেন জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার রিয়াজ হোসেন (৪০) ও সদর উপজেলার ভাইজোড়া এলাকার মাকসুদুর রহমান (৪৬)। এ ছাড়া অভিযানে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক জহিরুল ইসলাম ও পরিচ্ছন্নতা কর্মী রাযেস লাল দাসকে আটক করা হয়। তাঁদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কাউসারুল হক।

দুদকের পিরোজপুর জেলা শাখার উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, বিভিন্ন সময় পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুদকের একটি ছদ্মবেশী দল পাসপোর্ট অফিসে অভিযান চালায়। তাঁদের কাছেও দালালেরা ঘুষ দাবি করে। পরে তারা অভিযান চালিয়ে ইলিয়াস, রিয়াজ ও মাকসুদুর নামের তিন দালালকে গ্রেপ্তার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদক অভিযান চালিয়ে পাসপোর্ট অফিস থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১০ দিন ও দুজনকে সাত দিন কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের