হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পানিতে পড়ে ২ জনের মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি জায়গায় পানিতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ও বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে তাদের মৃত্যু হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের শাহাজালাল ফড়িয়ার ছেলে ইয়াসিন ফড়িয়া (২০) পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইয়াসিনের বাবা শাহাজালাল ফড়িয়া জানান, ইয়াসিন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তাই গোসল করতে গিয়ে পুকুরে পড়ে মারা যান। 

অন্যদিকে একই দিন উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মোজাম শিকদারের দেড় বছরের ছেলে ইব্রাহিম শিকদার খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশু ইব্রাহিমকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন স্বজনেরা। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পড়ে যাওয়া দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরণ করে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম