বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির কমিটিতে নাম থাকায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ২৩ আগস্ট ঘোষিত ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদারকে ২৪ নম্বর সদস্য এবং রত্নপুর ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাসকে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক পদে রাখা হয়। এ কারণে আওয়ামী লীগ থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত ২৩ আগস্ট আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্যসচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না ওই কমিটি অনুমোদন দেন।
এদিকে এ ঘটনায় গতকাল শনিবার গৈলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মনির তালুকদার ও রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা সুরেশ বিশ্বাস লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২৩ আগস্ট ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁদের নাম ব্যবহার করায় তাঁরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস আরও বলেন, ‘আমরা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির কমিটিতে আমাদের নাম প্রকাশ হওয়ায় বিবৃতির মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। এরপরও কী কারণে আওয়ামী লীগ থেকে আমাদের বহিষ্কার করা হয়েছে, বুঝতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার বলেন, আওয়ামী লীগের কোনো লোকের নাম বিএনপির কমিটিতে এসে থাকলে খোঁজ নিয়ে তা সংশোধন করা হবে।