হোম > সারা দেশ > পিরোজপুর

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি 

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পিরোজপুর আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আদালতে চত্বরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের তোপের মুখে পুলিশ আওয়ামী লীগের ওই পাঁচ নেতাকে গাড়িতে তুলে সদর থানায় নিয়ে যায়।  

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক খান পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান এবং যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।  

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারির একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিন। সেই মামলায় হাজিরা দিতে এলে আদালতের বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন বাকি চারজন। তাঁদের নাশকতার একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।  

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আজকে আ.লীগের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নামে ওয়ারেন্ট রয়েছে। বাকি চারজনের দুটি নাশকতার মামলায় সংশ্লিষ্টতা আছে বলে প্রাথমিকভাবে জেনেছি, সে হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁদের আদালতে প্রেরণ করব।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা