হোম > সারা দেশ > পিরোজপুর

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি 

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পিরোজপুর আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আদালতে চত্বরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের তোপের মুখে পুলিশ আওয়ামী লীগের ওই পাঁচ নেতাকে গাড়িতে তুলে সদর থানায় নিয়ে যায়।  

আটক ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক জিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক খান পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান এবং যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।  

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারির একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিন। সেই মামলায় হাজিরা দিতে এলে আদালতের বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন বাকি চারজন। তাঁদের নাশকতার একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।  

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আজকে আ.লীগের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নামে ওয়ারেন্ট রয়েছে। বাকি চারজনের দুটি নাশকতার মামলায় সংশ্লিষ্টতা আছে বলে প্রাথমিকভাবে জেনেছি, সে হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁদের আদালতে প্রেরণ করব।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম